সকল ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির
"ধর্মের ভিত্তিতে বিভেদের দেয়াল থাকবে না"—এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান—এই চার ধর্মের অনুসারীদের মিলেই এ বাংলাদেশ। জন্মসূত্রে আমরা সবাই দেশের মর্যাদাবান নাগরিক। সকল ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”
গতকাল সোমবার বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জামায়াত আয়োজিত সকল ধর্মাবলম্বীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিক বলেন, “আমি চোর, ডাকাত, সন্ত্রাসী নই; তবুও আমাকে বারবার কারাবরণ করতে হয়েছে। এটা শুধু আমার নয়, লাখো মানুষের অভিজ্ঞতা। আমাদের সমাজে দুঃখী মানুষের পাশে দাঁড়াতে না দিলেও আমরা দেশের যেখানেই যন্ত্রণার খবর পেয়েছি, সাধ্যমতো পাশে দাঁড়িয়েছি।”
তিনি বরগুনার এক হৃদয়বিদারক ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, “পঞ্চম শ্রেণির এক মেয়ের সম্ভ্রমহানির ঘটনায় মামলা করায় তার বাবাকে হত্যা করা হয়। এতিম হয়ে যাওয়া সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত। আড়াই মাস বয়সী শিশুটির দায়িত্ব আমি নিয়েছি। প্রতি মাসে তার পরিবারের খরচ বহন করছি।”
সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা জামায়াতের আমির এমাদুল ইসলাম।
সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুল বাছিত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামীর আলী, মৌলভীবাজার-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান প্রমুখ।
সভায় হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বড়লেখা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার পাল, সহ-সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী, গীতেশ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মুক্তাসান বিশ্বাস ও হ্যাডম্যান কেমেডি সুমের।
অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমান উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
📍 Bold Tribune | মানুষের পাশে, সত্যের সাথে।
স্টাফ রিপোর্টার আই ডেস্ক
বিষয়
রাজনীতি
